লক্ষ্মীপুরে স্কুলছাত্রীকে ধর্ষণ, আসামি গ্রেপ্তার

লক্ষ্মীপুর সদর উপজেলায় স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে সদর থানায় মামলা করা হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাতে স্কুলছাত্রীর মা অভিযোগ ওঠা রাসেলকে আসামি করে মামলা করেন।
মামলা করার পর রাতেই রাসেলকে গ্রেপ্তার করে পুলিশ। আজ রোববার দুপুরে তাকে আদালতে সোপর্দ করে। একই দিন দুপুরে ডাক্তারি পরীক্ষার জন্য স্কুলছাত্রীকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়।
স্কুলছাত্রীর মা জানান, তাঁর মেয়ে অষ্টম শ্রেণিতে পড়ে। স্কুলে আসা-যাওয়ার পথে বখাটে রাসেল তাঁর মেয়েকে উত্ত্যক্ত করত। গত ২৭ এপ্রিল সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশের আমবাগানে আম কুড়াতে গেলে রাসেল মেয়েকে ধর্ষণ করে। বিষয়টি তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানালে কোনো বিচার না পেয়ে সুষ্ঠু বিচারের আশায় থানায় মামলা করেন বলে জানান।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ-আল-মামুন ভূঁইয়া জানান, স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে থানায় মামলা নেওয়া হয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।