ঝালকাঠিতে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

ঝালকাঠির নলছিটি পৌর এলাকায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।
পরিবারের অভিযোগ, রাসেল খান নামের প্রতিবেশী এক যুবক কিশোরীকে ধর্ষণ করেছে। ধর্ষণের পর রাসেলের ভয়ে বিষয়টি কাউকে জানাতে পারেনি তারা।
গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে ওই কিশোরী ও তার পরিবারের লোকজন পালিয়ে গিয়ে নলছিটি থানায় মামলা করে। ধর্ষণের শিকার ওই কিশোরীকে পরীক্ষার জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নির্যাতিত কিশোরীর পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার বিকেলে ওই কিশোরী তার কক্ষে ঘুমিয়ে ছিল। এ সময় রাসেল খান কৌশলে ঘরের ভেতরে প্রবেশ করে। ঘুম থেকে ওই কিশোরীকে উঠিয়ে ভয় দেখিয়ে রাসেল তাকে ধর্ষণ করে। এ ঘটনা কাউকে জানালে কিশোরীকে মেরে ফেলার ভয় দেখানো হয়। ঘটনাটি ওই কিশোরী তার মা ও বোনকে জানায়। এর পর ধীরে ধীরে ধর্ষণের ঘটনাটি জানাজানি হয়।
এতে ক্ষিপ্ত হয়ে যায় রাসেল। সে কিশোরী ও তার পরিবারকে গ্রামছাড়া করার হুমকি দেয়। একপর্যায়ে বৃহস্পতিবার রাতে পালিয়ে গিয়ে ওই কিশোরী, তার মা ও বড় বোন নলছিটি থানা পুলিশের আশ্রয় নেয়। রাতেই কিশোরীর মা বাদী হয়ে রাসেল খানকে আসামি করে নলছিটি থানায় একটি মামলা করেন।
এ বিষয়ে জানতে চাইলে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুলতান মাহমুদ বলেন, ধর্ষণের ৩০ ঘণ্টা পর নির্যাতিত ওই কিশোরী ও তার পরিবার থানায় মামলা করেছে। এ সময়ের মধ্যে ধর্ষণের আলামত নষ্ট হয়ে যেতে পারে। তার পরও মামলা নিয়ে ভুক্তভোগীকে পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরো বলেন, ঘটনার পর থেকে রাসেল পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।