নাটোরে ৩ বছরের শিশু ধর্ষণের শিকার

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় তিন বছরের এক মেয়েশিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গুরুতর অবস্থায় শিশুটিকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুপুরে সদর হাসপাতালে গিয়ে দেখা যায়, কোলের মেয়েশিশুকে নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার চেষ্টা করছেন তার মা।
শিশুটির মা জানান, আজ রোববার দুপুরে তার প্রতিবেশীর বখাটে ছেলে মিজান আলী তিন বছরের মেয়েকে খেলতে নিয়ে যাওয়ার কথা বলে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করে। মেয়ের চিৎকার শুনে তিনি ছুটে গেলে মিজান পালিয়ে যায়। পরে পুলিশ এলাকায় অভিযান চালিয়ে মিজানকে আটক করে।
এ ব্যাপারে যোগাযোগ করলে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, ধর্ষণের ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযুক্ত মিজানকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
নাটোর আধুনিক সদর হাসপাতালের গাইনি বিভাগের চিকিৎসক শম্পা রানী কুণ্ডু জানান, শিশুটির আলামত সংগ্রহ করা হয়েছে। আলামত পরীক্ষা করার জন্য ঢাকায় পাঠানো হবে। সেখান থেকে রিপোর্ট এলে ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।