ইউপি নিয়ে মাগুরার ৫ গ্রামে সংঘর্ষ

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে (ইউপি) কেন্দ্র করে মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার নওহাটা, রামকান্তপুর, খলিশাখালী, বিল সোনাই ও দরি সালদা গ্রামে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আজ সোমবার এ সংঘর্ষের ঘটনা ঘটে। আগামী ৭ মে এ উপজেলার আটটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশত মানুষ আহত হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই শো রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে।
মাগুরার পুলিশ সুপার (এসপি) এ কে এম এহসান উল্লাহ জানান, আজ সোমবার সকাল থেকে মহম্মদপুর উপজেলার নওহাটা ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থী আলী মিয়া ও বিদ্রোহী প্রার্থী মোস্তফা সিদ্দিকী লিটনের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষের কমবেশি আহত হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ২০০ রাউন্ড রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এসপি এহসান উল্লাহ আরো জানান, অপ্রীতিকর কোনো ঘটনা এড়াতে এলাকায় ৫০ জন রিজার্ভ আর্মড পুলিশ সদস্যকে মোতায়েন করা হয়েছে। আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।