গোপালগঞ্জে দুই চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ

গোপালগঞ্জের সদর উপজেলায় একটি ইউনিয়নে বিজয়ী চেয়ারম্যান ও পরাজিত প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি দোকান ও বাড়িঘর ভাঙচুর করা হয়। এ ঘটনা জড়িত সন্দেহে আটজনকে আটক করা হয়েছে।
আজ সোমবার বিকেলে উপজেলার উরফি ইউনিয়নের ডুমদিয়ায় এ ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, বিকেলে ইজিবাইকের ভাড়া দেওয়া নিয়ে নবনির্বাচিত চেয়ারম্যান ইকবাল গাজী সমর্থক শিপন গাজীর সঙ্গে পরাজিত চেয়ারম্যান মনির গাজীর সমর্থক বাবু গাজীর মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।
এর জের ধরে উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের কমপক্সে ২৫ জন আহত হয় ও পাঁচটি দোকান ও বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাবার বুলেট ছুড়ে ও লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আটজনকে আটক করা হয়েছে। মারাত্মক আহত ১০ জনকে গোপালগঞ্জে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।