যৌন হয়রানির ঘটনায় আহছানউল্লাহর শিক্ষক গ্রেপ্তার
দুই ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে দায়ের করা মামলায় আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (এইউএসটি) বহিষ্কৃত এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে মাহফুজুর রশিদ ফেরদৌস নামের ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়।
বার্তা সংস্থা ইউএনবির খবরে বলা হয়, গতকাল দিবাগত রাতে কলাবাগান থানা পুলিশের একটি দল রাজধানীর ইস্কাটনের বাসায় অভিযান চালিয়ে আহছানউল্লাহর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহযোগী অধ্যাপক ফেরদৌসকে গ্রেপ্তার করে।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বলেন, গতকাল মঙ্গলবার রাতে ওই শিক্ষকের বিরুদ্ধে কলাবাগান থানায় মামলা করেন ভুক্তভোগী এক ছাত্রীর ভাই আসাদুল্লাহ আল সায়েম।
গত ৩০ এপ্রিল মাহফুজুর রশিদ ফেরদৌসকে বরখাস্ত করে এইউএসটি কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় ছাত্রদের আন্দোলনের মুখে এক জরুরি বৈঠকে তাঁকে বহ্ষ্কিারের সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে ফেরদৌসের বিরুদ্ধে ইইই বিভাগে যৌন হয়রানির দুটি অভিযোগ দায়ের করা হয়। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এম শফিউল্লাহকে জানান বিভাগের চেয়ারম্যান। এর পর বিশ্ববিদ্যালয়ের বৈঠকে তাঁকে বহিষ্কার করা হয়।