আহছানউল্লাহর সেই শিক্ষকের জামিন নাকচ
ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে রাজধানীর আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (এইউএসটি) বহিষ্কৃত শিক্ষক মোহাম্মদ মাহফুজুর রশিদ ফেরদৌসের জামিন নাকচ করেছেন আদালত।
আজ সোমবার ঢাকার মহানগর হাকিম আমিরুল হায়দার চৌধুরী এ আদেশ দেন।
এর আগে ফেরদৌসের জামিন চেয়ে আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী ঢাকা বারের সভাপতি অ্যাডভোকেট সাইদুর রহমান মানিক।
কলাবাগান থানা পুলিশের একটি দল ৩ মে ভোররাতে রাজধানীর ইস্কাটনের বাসায় অভিযান চালিয়ে এইউএসটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহযোগী অধ্যাপক ফেরদৌসকে গ্রেপ্তার করে। পরবর্তী সময়ে তাঁকে আদালতে হাজির করা হলে বিচারক দুই দিনের রিমান্ডে নেওয়ার প্রস্তাব মঞ্জুর করেন।
গ্রেপ্তারের পর ঢাকার মহানগর হাকিম কাজী কামরুল ইসলামের আদালতে ৭ মে ফেরদৌস স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
তবে আজ আদালতে ফেরদৌস ওই স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহার চেয়েছেন বলে জানান বাদীপক্ষের আইনজীবী ফাহমিদা আক্তার রিঙ্কী।
এর আগে ৩ মে এইউএসটির ছাত্র আসাদুল্লাহ আল সায়েম কলাবাগান থানায় যৌন নিপীড়নের অভিযোগে একটি মামলা দায়ের করেন।
গত ৩০ এপ্রিল মাহফুজুর রশিদ ফেরদৌসকে বরখাস্ত করে এইউএসটি কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়টির ছাত্রদের আন্দোলনের মুখে এক জরুরি বৈঠকে তাঁকে বহ্ষ্কিারের সিদ্ধান্ত নেওয়া হয়।