ব্যাংকে বসে টাকার ব্যাগ কেটে চম্পটের চেষ্টা!

টাকা জমা দিতে ব্র্যাক ব্যাংকে এসেছিলেন শিরিশ চন্দ্র বিশ্বাস। ভিড় বেশি বলে টাকার ব্যাগ নিয়ে সোফায় বসে অপেক্ষা করছিলেন। হঠাৎই খেয়াল করলেন পাশে বসা ব্যক্তি দৌড়ে চলে যাচ্ছেন। শিরিশ ব্যাগে হাত দিয়ে দেখেন ব্যাগের নিচের অংশ কাটা!
শিরিশের চিৎকারে ওই ব্যক্তিকে আটক করা হয়। শিরিশের ব্যাগ কেটে টাকা সরিয়ে পালিয়ে যাচ্ছিল নজরুল নামের ওই ব্যক্তি। নজরুলের কাছ থেকে উদ্ধার করা হয় শিরিশের দেড় লাখ টাকা।
আজ বুধবার মাগুরা এম আর রোডে অবস্থিত ব্র্যাক ব্যাংকে এ ঘটনা ঘটে। শিরিশ চন্দ্র বিশ্বাস জানান, তিনি মোট দুই লাখ টাকা জমা দিতে ব্যাংকে যান।
পুলিশ জানিয়েছে, আটক নজরুল ইসলাম আন্তজেলা চোর চক্রের জন্য একজন সক্রিয় সদস্য। নজরুল খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার বাসিন্দা।
সদর থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) শফিকুল ইসলাম জানান, আজ বুধবার দুপুরে মাগুরা এমআর রোডে অবস্থিত ব্র্যাক ব্যাংকের গ্রাহক শিরিশ চন্দ্র বিশ্বাস দুই লাখ টাকা জমা দিতে আসেন। ব্যাংকে ভিড় থাকায় টাকার ব্যাগ কাঁধে ঝুলিয়ে সোফায় বসে অপেক্ষা করছিলেন তিনি। এ সময় নজরুল ধারালো অস্ত্র দিয়ে ব্যাগের নিচের অংশ কেটে দেড় লাখ টাকা নিয়ে পালানোর চেষ্টা করে। টাকা নিয়ে পালানোর সময় শিরিশের চিৎকারে ব্যাংকের নিরাপত্তাকর্মীসহ অন্যরা নজরুলকে ধরে ফেলে।
পুলিশ নজরুলের কাছে থাকা দেড় লাখ টাকা উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে নজরুলের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন এএসআই শফিকুল ইসলাম।