গণপিটুনিতে নিহত রফিকুলের লাশ হস্তান্তর করেছে ভারত

ভারতীয়দের গণপিটুনিতে নিহত শেরপুরের নালিতাবাড়ীর মানসিক প্রতিবন্ধী রফিকুল ইসলাম রবির লাশ হস্তান্তর করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে নালিতাবাড়ীর নাকুগাঁও স্থলবন্দর দিয়ে বাংলাদেশ পুলিশের কাছে ভারতীয় পুলিশ তাঁর লাশ হস্তান্তর করে।
বর্ডার গার্ড (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের উপস্থিতিতে বাংলাদেশ পুলিশের পক্ষে লাশ গ্রহণ করেন নালিতাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আরিফ হোসাইন। ভারতীয় পুলিশের পক্ষে লাশ হস্তান্তর করেন ডালু থানার এসআই এস ওয়ান ওয়াং।
গত ২ মে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভারতীয় সীমান্তবর্তী নাকুগাঁও এলাকার মানসিক প্রতিবন্ধী রফিকুল ইসলাম রবি (২৫) নিখোঁজ হন। বিএসএফ গত ৪ মে নালিতাবাড়ীর রামচন্দ্রকুড়ার বিজিবিকে জানায়, রফিকুলকে ভারতীয় লোকজন গরুচোর সন্দেহে পিটিয়ে মেরে ফেলেছে।
নাকুগাঁও ইমিগ্রেশন পুলিশের উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক জানান, গত ২ মে রফিকুল ইসলাম রবি নিখোঁজ হওয়ার পর পরিবারের লোকজন বিজিবির রামচন্দ্রকুড়া বিওপিকে ব্যাপারটি অবহিত করে। বিজিবির পক্ষ থেকে ৩ মে কিল্লাপাড়া বিএসএফ ক্যাম্পে ঘটনাটি জানানো হয়। গত ৪ মে বিএসএফের পক্ষ থেকে জানানো হয়, রফিকুল ভারতীয় অংশে প্রবেশ করে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করছিল। এ সময় স্থানীয় ভারতীয়রা গরুচোর সন্দেহে রফিকুলকে পিটিয়ে মেরে ফেলে।