খোকার বিরুদ্ধে দুদকের আরেকটি মামলা

অবৈধভাবে দোকান বরাদ্দ দেওয়ার অভিযোগে ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি নেতা সাদেক হোসেন খোকার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার দুদকের উপকমিশনার মাহবুবুল আলম শাহবাগ থানায় মামলাটি করেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার বার্তা সংস্থা ইউএনবিকে এ তথ্য জানান।
মামলার এজাহারে জানা যায়, ঢাকা সিটি করপোরেশনের মেয়র থাকা অবস্থায় সাদেক হোসেন খোকা ১০টি মার্কেটের ১৩৮টি দোকান অবৈধভাবে বরাদ্দ দেন। ক্ষমতার অপব্যবহার ও নিজের লাভের জন্য এসব দোকানের বরাদ্দ নিজের মতো করে দেন সাবেক ওই মেয়র। এসব মার্কেটের মধ্যে কবি নজরুল কলেজের মার্কেট এবং নবাববাড়ী সুপার মার্কেটও আছে।
এর আগে ২০১৪ সালের ২৪ আগস্ট বঙ্গবাজার মার্কেট ও গুলিস্তানের ঢাকা ট্রেড সেন্টারের গাড়ি রাখার জায়গা ও খোলা জায়গায় অবৈধভাবে দোকান নির্মাণের অভিযোগে সাবেক মেয়র খোকার বিরুদ্ধে একটি মামলা করে দুদক।