ছাতকে শিশুকে অপহরণ

সুনামগঞ্জের ছাতকে ইমন নামের এক শিশুকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। অপহরণকারীরা মুক্তিপণ বাবদ দুই লাখ টাকা দাবি করছে।
ইমন বাতিরকান্দি গ্রামের জহুর আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার নোয়ারাই ইউনিয়নের বাতিরকান্দি গ্রামে নিজ বাড়ির আঙিনা থেকে ইমন অপহৃত হয়। অপহরণের কিছুক্ষণ পর অপহরণকারীরা একটি মোবাইল ফোন থেকে একই গ্রামে ইমনের আত্মীয় কালা মিয়ার মোবাইলে ফোন করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। অপহরণকারীরা মুক্তিপণের টাকা নিয়ে পাশের উপজেলা দোয়ারাবাজারে যেতে বলে।
এ ব্যাপারে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর রশীদ চৌধুরী জানান, শিশু ইমনের বাবা জহুর আলীর থানায় অভিযোগ করে গেছেন। শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু হয়েছে।