অনিয়মের অভিযোগ এনে আ. লীগের প্রার্থীর ভোট বর্জন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/05/05/photo-1462466514.jpg)
প্রতিপক্ষ প্রার্থীর বিরুদ্ধে হামলা, মামলা, প্রচারকেন্দ্র ভাঙচুর ও পুলিশ প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী।
আজ বৃহস্পতিবার বিকেলে জামালপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মো. হাসান যুবায়ের হিটলার।
এ সময় আওয়ামী লীগের প্রার্থী অভিযোগ করেন, প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থী মোস্তফা কামালের পক্ষে স্থানীয় প্রশাসন উঠেপড়ে লেগেছে। গত ৩ মে মোস্তফা কামালের সন্ত্রাসীরা নৌকা মার্কার সমর্থক নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। এ সময় নির্বাচনী কার্যালয় ভাঙচুর করা হয়।
মো. হাসান যুবায়ের হিটলার আরো বলেন, ‘এ ঘটনায় উল্টো মোস্তফা কামালের পক্ষে পুলিশ মামলা দিয়ে আওয়ামী লীগের কর্মীদের হয়রানি করছে। পুলিশি হয়রানির ভয়ে নৌকার কর্মীরা এলাকা ছাড়া। এ অবস্থায় আমি ৭ মে অনুষ্ঠিতব্য নির্বাচন বর্জনের ঘোষণা দিচ্ছি।’
সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূর মোহাম্মদ, সহসভাপতি ইসমাইল হোসেন বাবুল তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।