নওগাঁয় বস্তাবন্দি নারীর লাশ উদ্ধার

নওগার রাণীনগর উপজেলার সোনাকানিয়ায় অজ্ঞাতপরিচয় এক নারীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার সকাল ৭টার দিকে ওই এলাকার লোকজন মাঠে কাজ করতে গিয়ে রাণীনগর-আবাদপুকুর সড়কের পাশে খাদে বস্তাবন্দি মৃতদেহ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে রাণীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল বাকি জানান, অজ্ঞাতপরিচয় ওই নারীর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাঁকে মারপিট করে হত্যার পর কে বা কারা সেখানে লাশ ফেলে রেখে গেছে। কী কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তার সঠিক তথ্য এখনো জানা যায়নি।