ঝিনাইদহে আ. লীগের চেয়ারম্যান প্রার্থীর গাড়িতে হামলা

ঝিনাইদহে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর গাড়িতে হামলা চালিয়ে সাতজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা।
গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে সদর উপজেলার হরিশঙ্কপুর ইউনিয়নের মদার বাজারে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ঝিনাইদহ সদর থানার পুলিশ সেখানে যায় এবং আহতদের উদ্ধার করে রাতেই সদর হাসপাতালে ভর্তি করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, হরিশঙ্কপুর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুল্লাহ আল মাসুম বৃহস্পতিবার রাত ১১টার দিকে পাশের নরহরিদ্রা গ্রাম থেকে নির্বাচনী গণসংযোগ শেষে বাড়ি ফিরছিলেন। পথে মদার বাজারে পৌঁছালে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান খন্দকার ফারুকুজ্জামান ফরিদের সমর্থকরা তাঁর গাড়িতে হামলা চালায় এবং সাতজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে।
একই তথ্য জানিয়েছেন আবদুল্লাহ আল মাসুম। হামলার ব্যাপারে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী খন্দকার ফারুকুজ্জামানের বক্তব্য পাওয়া যায়নি।