নাটোরে নির্বাচন কর্মকর্তাদের হত্যার হুমকি

নাটোরে তিন নির্বাচন কর্মকর্তাকে হত্যার হুমকি দিয়েছে নিষিদ্ধ-ঘোষিত সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি। তিন কর্মকর্তার পাশাপাশি নির্বাচন কমিশন কার্যালয়ের তিন কর্মচারীকেও একই হুমকি দেওয়া হয়েছে।
এ ঘটনায় আজ শুক্রবার রাতে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জেলা নির্বাচন কর্মকর্তা সরকার মোহাম্মদ আশরাফুল আলম জানান, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মোবাইল ফোনে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির নেতা বিপ্লব পরিচয়ে এক ব্যক্তি তাঁকে হত্যার হুমকি দেন।
এ ঘটনায় রাতে নিরাপত্তা চেয়ে নাটোর থানায় জিডি করা হয়েছে।
আশরাফুল আলম আরো জানান, একই ধরনের হুমকি দেওয়া হয়েছে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমান, সিংড়া উপজেলার নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমান এবং নির্বাচন কার্যালয়ের অফিস সহকারী সোহরাব হোসেন, আলতাফ হোসেন ও আবদুল মজিদকে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানিয়েছেন, নির্বাচন কর্মকর্তাদের নিরাপত্তা জোরদার করা হয়েছে।