বরিশালে কোকাকোলার ডিপোতে মেয়াদোত্তীর্ণ পানীয়

বরিশালে কোকাকোলার আঞ্চলিক ডিপোতে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ বিপুল পরিমাণ কোমল পানীয় জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ জন্য আর্থিক জরিমানা করা হয়েছে প্রতিষ্ঠানটিকে।
আজ শুক্রবার দুপুরে নগরীর উপকণ্ঠ কালিজিরা বাজারে পরিচালিত অভিযানে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা অংশ নেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক শফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে নগরী থেকে ট্রাকভর্তি মেয়াদোত্তীর্ণ পানীয় আটক করে র্যাব-৮। পরে গোপন খবরের ভিত্তিতে কালিজিরা বাজারে কোকাকোলার ডিপোতে অভিযান চালানো হয়। সেখানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ পানীয় জব্দ করা হয়েছে। এ ছাড়া মেয়াদোত্তীর্ণ কোমল পানীয়র বোতলে নতুন করে তারিখ বসানোর প্রমাণও পাওয়া গেছে।
মেয়াদোত্তীর্ণ পণ্য বাজারজাতকরণের অপরাধে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া ধ্বংস করা হয়েছে প্রায় ৫০ হাজার লিটার কোমল পানীয়। এর মধ্যে রয়েছে কোকাকোলা, স্প্রাইট ও ফান্টা।