কুষ্টিয়ায় আগ্নেয়াস্ত্রসহ আ. লীগের প্রার্থীর সহচর আটক

কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থীর সহচরকে আগ্নেয়াস্ত্রসহ আটক করা হয়েছে।
আজ শনিবার ইউনিয়নের দহকোলা-নওয়াপাড়া ভোটকেন্দ্রের বাইরে আবদুর রহমান নামের ওই ব্যক্তিকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তিনি চেয়ারম্যান পদপ্রার্থী আকতারুজ্জামান বিশ্বাসের সহচর বলে জানা গেছে। উদ্ধার করা শটগান আকতারুজ্জামানের নামে লাইসেন্স করা।
র্যাব ১২-এর কমান্ডার মেজর মোসাদ্দেক ইবনে মজিদ বিষয়টি জানিয়েছেন।
কুষ্টিয়া সদর ও কুমারখালী উপজেলার ২২ ইউনিয়নের মধ্যে ২০টিতে ভোট গ্রহণ চলছে। এর মধ্যে দুটি ইউপিতে আওয়ামী লীগের দুই চেয়ারম্যান পদপ্রার্থীর কোনো প্রতিদ্বন্দ্বী নেই।