মুন্সীগঞ্জে পুলিশকে মারধর, জাল ভোটের চেষ্টা

মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউপির একটি কেন্দ্রে সহিংসতায় আহত পুলিশ সদস্য রবিউল। ছবি : এনটিভি
মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোট জালিয়াতিতে বাধা দিলে এক পুলিশ সদস্যের মাথা ফাটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
আজ শনিবার সকাল ১০টার দিকে ইউনিয়নের মিল্কিপাড়া ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। আহত সহকারী উপপরিদর্শক (এএসআই) রাজীবকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার বিষয়টি জানিয়েছেন।
পুলিশের ওপর হামলা, জাল ভোট ও ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় আওয়ামী লীগের সমর্থক মো. সাদ্দামকে (২৬) তিন মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এ ছাড়া কাজী কসবা ভোটকেন্দ্রে সহিংসতার ঠেকাতে পুলিশ গুলি ছুড়েছে বলে জানা গেছে। রামপাল ইউপির দুই ভোটকেন্দ্রে ১৫টি গুলি ছুড়েছে পুলিশ।