‘ভোট চাইতে গেলে আপনাকে ভালো হতে হবে’

সিটি করপোরেশন নির্বাচনে চট্টগ্রামের মানুষ সৎ ব্যক্তিকে নির্বাচিত করবেন বলে আশা প্রকাশ করেছেন মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার আবদুল জলিল মণ্ডল। আজ শনিবার সকালে নগরীর চান্দগাঁওয়ে আসন্ন সিটি নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সভায় তিনি এ প্রত্যাশার কথা জানান।
নির্বাচনে প্রার্থীদের উদ্দেশে আবদুল জলিল মণ্ডল বলেন, ‘আপনি ভোট চাইতে গেলে তো আপনাকে ভালো হতে হবে। মানুষ কিন্তু সন্ত্রাসীকে পছ্ন্দ করে না। মানুষ খারাপ মানুষকে পছ্ন্দ করে না। আপনি ভালো মানুষ এটা প্রমাণ করার জন্যই কিন্তু আপনি নির্বাচনে দাঁড়াচ্ছেন। এবং আপনি যখন কথা বলবেন, ভালো মানুষ হিসেবেই বলবেন। এই ভালোমানুষিটা যদি নির্বাচনের পরবর্তী পাঁচ বছরেও থাকে এবং আপনার মধ্যে যদি কোনো অসততা না থাকে, আপনি যদি সত্যিকার অর্থে সেবা দিতে চান, তাহলে আপনাকে তো মানুষ মাথায় করে রাখবে। আমরা আশা করি, ওই ধরনের নেতা জনগণ ভোট দিয়ে নির্বাচিত করবেন।’
অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম শহিদুর রহমান, বনজ কুমার মজুমদারসহ নির্বাচনে অংশগ্রহণকারী বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য প্রার্থীরা অনুষ্ঠানে বক্তব্য দেন।