হাটহাজারীর ১২ ইউপিতে পুনর্নির্বাচনের দাবি বিএনপির

চট্টগ্রামের হাটহাজারীর উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে ১২টিতে ভোট কারচুপির অভিযোগ এনে পুনরায় নির্বাচন দাবি করেছে বিএনপি।
আজ রোববার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম ফজলুল হক। এ সময় উত্তর জেলা বিএনপির সদস্য সচিব কাজী আবদুল্লাহ আল হাসান, চেয়ারম্যান প্রার্থী ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, গতকাল শনিবার হাটহাজারীর ১৪টি ইউনিয়নে নির্বাচন চলাকালে পাশের রাউজান, ফটিকছড়ি ও চট্টগ্রাম শহরের সশস্ত্র ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা ভোটকেন্দ্র দখল করে। সশস্ত্র সন্ত্রাসীরা সদলবলে বিভিন্ন কেন্দ্রে নৌকা প্রতীকের পক্ষে ভোট কেড়ে নেয়। এ সময় ভোটারদের ভীতি ও জানমালের ভয় দেখানো হয়। ভোটকেন্দ্রে অস্ত্র প্রদর্শন, বোমা বিস্ফোরণ ও ভোটারদের আহত করার ঘটনার বিবরণ দেওয়া হয় সংবাদ সম্মেলনে।
পুলিশ প্রশাসনের সহযোগিতায় এসব তাণ্ডব চলে বলে অভিযোগ করেন বিএনপি নেতারা। তাঁদের অভিযোগ, মির্জাপুর চারিয়া কেন্দ্র দখলের চেষ্টাকালে জনতার প্রতিরোধে নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি অস্ত্রসহ বিজিবি হাতে গ্রেপ্তার হয় বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। বহিরগতদের প্রতিরোধ করায় বুড়িশ্চর ও ছিপাতলী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন বলে দাবি করেন এস এম ফজলুল হক।