জয়ী হওয়ার দুদিনের মাথায় চেয়ারম্যানকে কুপিয়ে জখম

যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মাওলানা নেছার উদ্দিনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
আজ সোমবার উপজেলার রাজবাড়িয়া দলের রাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।
গত ৭ মে চতুর্থ দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচিত হন নেছার উদ্দিন। তিনি স্থানীয় জামায়াতে ইসলামীর নেতা।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্যা খবির আহমেদ জানান, দুপুর আড়াইটার দিকে মাওলানা নেছারউদ্দিনকে কে বা কারা কুপিয়ে জখম করে ফেলে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বাগআঁচড়ার একটি ক্লিনিকে ভর্তি করে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে সাতক্ষীরায় নিয়ে যাওয়া হয়েছে বলে তিনি শুনেছেন।
স্থানীয়রা জানায়, দুপুরের পর নিজ গ্রামের বাড়ি উপজেলার ছোটপোদাউলিয়া থেকে নায়ড়াতে দাওয়াত খেতে যান নেছার উদ্দিন। পথে রাজবাড়িয়া দলের রাস্তা এলাকায় একদল দুর্বৃত্ত তাঁকে আটকে ও কুপিয়ে মারাত্মক জখম করে ফেলে রেখে যায়।
পরে স্থানীয়রা নেছারকে উদ্ধার করে শার্শা উপজেলার বাগআঁচড়ায় একটি ক্লিনিকে ভর্তি করে। পরে সেখান থেকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়।