চুয়াডাঙ্গায় আপিলে প্রার্থিতা ফিরে পেলেন পাঁচজন

পঞ্চম দফায় চুয়াডাঙ্গার দামুড়হুদা ও জীবননগর উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পাঁচজন সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতাকারী আপিলে তাঁদের প্রার্থিতা ফিরে পেয়েছেন।
আজ সোমবার আপিল শুনানি শেষে পাঁচজন প্রার্থিতা ফিরে পান। তবে একজন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।
যাঁরা প্রার্থিতা ফিরে পেয়েছেন তাঁরা হলেন, দামুড়হুদা উপজেলার সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উজিরপুরের মোয়াজ্জেম হোসেন, ২ নম্বর ওয়ার্ডের কেশবপুরের বিল্লাল হোসেন, ৬ নম্বর ওয়ার্ডের দেউলি গ্রামের আবদুল্লাহ আল মামুন, বদনপুর গ্রামের শফিউল আলম এবং জীবননগর আন্দুলবাড়িয়া ইউনিয়নের আন্দুলবাড়িয়া গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের হারেজ শেখ।
আপিলে মনোনয়নপত্র বাতিল হওয়া একমাত্র প্রার্থী হলেন দামুড়হুদা উপজেলার কুড়ালগাছি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বুইচিতলা গ্রামের নাসির উদ্দীন।
চুয়াডাঙ্গা জেলা নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান জানান, ছয়জন প্রার্থী মনোনয়ন ফিরে পেতে আবেদন করেন। যাচাই-বাছাই শেষে নাসির উদ্দীন বাদে পাঁচজনের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়।
দামুড়হুদা ও জীবননগর উপজেলায় আগামী ২৮ মে নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ৪ ও ৫ মে মনোনয়নপত্র বাছাই কালে রিটার্নিং কর্মকর্তা ছয়জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। পরে জেলা নির্বাচন কর্মকর্তার কাছে আপিল আবেদন করেন প্রার্থীরা।