পঞ্চগড়ে দর্শক মাতালেন রিংকু

পঞ্চগড়ে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে অনুষ্ঠিত কনসার্টে দর্শক মাতিয়েছেন ক্লোজআপ ওয়ান তারকা রিংকু। গতকাল সোমবার বিকেল থেকে শুরু হওয়া এই কনসার্ট চলে রাত পর্যন্ত।
প্রাণ-আরএফএল গ্রুপের পৃষ্ঠপোষকতায় মুক্তিযোদ্ধা কমান্ডের পঞ্চগড় ইউনিট এবং রেড ক্যাফে, পঞ্চগড় এ কনসার্টের আয়োজন করে।
বিকেল থেকে হাজার হাজার শিশু-কিশোর, নারী-পুরুষ ভিড় করে স্টেডিয়ামে। সন্ধ্যার আগেই স্টেডিয়াম কানায় কানায় ভরে যায়।
দর্শকে পরিপূর্ণ স্টেডিয়ামে শিল্পী রিংকু, সজল ও আনিসা ছাড়াও স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করেন। সন্ধ্যার পর ‘একবার আল্লাহ বল’ গানের মধ্য দিয়ে পরিবেশনা শুরু করেন রিংকু। এর পর ‘একবার এসে দেখে যাও’, ‘তোমার লেখা গান আমি গাইব’সহ বেশ কিছু জনপ্রিয় গান পরিবেশন করে দর্শককে মাতিয়ে তোলেন। তাঁর গান শুনে উপস্থিত হাজারও দর্শক করতালিতে মুখরিত করে তোলে গোটা স্টেডিয়াম।
কনসার্টে পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম মমিন দুটি গান পরিবেশন করেন।
কনসার্ট শুরুর আগে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নাজমুল হক প্রধান, পঞ্চগড় জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ইউনিট কমান্ডার মির্জা আবুল কালাম দুলাল এবং রেড ক্যাফের পরিচালক সফিকুল আলম বক্তৃতা করেন।