উলঙ্গ হয়ে গির্জায় ডাকাতি, গণপিটুনিতে নিহত ১

যশোরের ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া গ্রামে গির্জায় ডাকাতি করেছে একদল দুর্বৃত্ত। তাদের অনেকেই উলঙ্গ হয়ে গির্জায় প্রবেশ করে। ডাকাতি করে পালানোর সময় একজনকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় লোকজন।
গতকাল সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মোশাররফ হোসেন লালু। তাঁর বাড়ি মেহেরপুরে।
আহত ব্যক্তিরা হলেন ফরিদপুরের চরবিষ্ণুপুর খাজুরতলার আমিরুল ও মনিরুল এবং মাদারীপুরের দক্ষিণ কামারকান্দি গ্রামের সুজন। তিনজনকেই যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
গির্জার প্রধান পুরোহিত ফাদার আনন্দ সেবাস্তিয়ান বলেন, ২৫-৩০ জনের ডাকাতদলের মধ্যে আট থেকে নয়জন ছিল ছিল সম্পূর্ণ পোশাকবিহীন। রাত সোয়া ১টার দিকে ওই ডাকাতদল দুজন নৈশপ্রহরী এবং ছাত্র হোস্টেলে থাকা ১১ শিশুকে বেঁধে ফেলে। রাজ গোলদার নামে আরেক শিশুকে সঙ্গে নিয়ে ফাদারদের হাউসে যায় ডাকাতরা। এরপর ফাদার জন গোপালের দরজা ভেঙে ভেতরে ঢোকে। বিষয়টি ফাদার জন গোপাল টের পেয়ে তাঁকে জানান। ডাকাতরা চারটি ঘর তছনছ করে। তিনি মুঠোফোনে বিষয়টি পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের জানান।
ফাদার সেবাস্তিয়ান বলেন, ডাকাতদের ১১ জন তাঁর ঘরে ঢোকে, যাদের মধ্যে আট-নয়জন ছিল সম্পূর্ণ পোশাকবিহীন। ডাকাতরা এক লাখ ৮৭ হাজার টাকাসহ আনুমানিক তিন লাখ টাকার মালামাল নিয়ে গেছে। তাদের সবার হাতেই আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র ছিল। সব ঘরে লুটপাট শেষে তারা সিস্টার ও শিক্ষার্থীদের নিবাসের দিকে যায়। সেখানে গিয়ে তারা উলঙ্গ অবস্থায় নৃত্য করতে থাকে ও গালিগালাজ করে। তিনি আরো বলেন, ডাকাতরা গির্জার মধ্যে থাকা মা মেরি, যিশুখ্রিস্টের মূর্তির কিছু অংশ ভেঙে ফেলে। এর মধ্যে পুলিশ এসে পড়ায় ডাকাতরা পালিয়ে যায়।
স্থানীয় লোকজনের ভাষ্য
স্থানীয় কয়েকজন জানান, ভোর ৫টার দিকে যশোরের শার্শা থানা এলাকার নাভারণের আমিনী গুণনগর এলাকায় অপরিচিত কিছু লোককে যেতে দেখে স্থানীয় লোকজন ধাওয়া করে। এ সময় অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও চারজনকে ধরে তারা পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই লালু নিহত হন। আহত হন মনিরুল, আমিনুল ও সুজন। পরে তাঁদের কাছ থেকে ৪২ হাজার ২২০ টাকা, একটি দা ও একটি কুড়াল উদ্ধার করা হয়।
পুলিশের ভাষ্য, গতকাল মধ্যরাতে শিমুলিয়া গ্রামের গির্জায় ডাকাতি করে ফিরে যাচ্ছিল ডাকাতদল। এ সময় গ্রামবাসী বিষয়টি টের পেয়ে ডাকাতদলকে ধাওয়া করে চারজনকে ধরে পিটুনি দেয়। বাকিরা পালিয়ে যায়। গণপিটুনিতে ঘটনাস্থলেই মারা যায় এক ডাকাত। খবর পেয়ে পুলিশ আহত তিনজনকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবির আহমেদ বলেন, ডাকাতি হওয়া ৪২ হাজার টাকা উদ্ধার হয়েছে। বাকি টাকা উদ্ধার ও জড়িত অন্যদের ধরতে অভিযান চালানো হচ্ছে। তিনি আরো জানান, সকাল সাড়ে ১০টার দিকে যশোরের পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমানসহ পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।