অটোচালককে পেটালেন এএসআই!

ঝালকাঠির নলছিটি উপজেলায় পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) এক অটোবাইক চালককে পিটিয়ে আহত করেছেন। আজ মঙ্গলবার দুপুরে নলছিটির কাচারী বাড়ি এলাকায় ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।
আহত অটোবাইক চালক খলিলুর রহমানকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরে বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে রাখে। এ সময় এএসআই রিয়াজ হাসান মোটরসাইকেল নিয়ে সটকে পড়েন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বরিশালের বিমানবন্দর থানার এএসআই রিয়াজ হাসান মোটরসাইকেলে করে ঝালকাঠি থেকে বরিশাল যাচ্ছিলেন। নলছিটির কাচারি বাড়ি এলাকায় গেলে রাস্তার পাশে রাখা একটি অটোবাইকের সঙ্গে ধাক্কা লাগে তাঁর। এ সময় তিনি মোটরসাইকেল থেকে নেমে তাঁর সঙ্গে থাকা হাতকড়া দিয়ে অটোবাইক চালক খলিলুর রহমানের মাথায় আঘাত করেন। খলিলুর রহমান রক্তাক্ত জখম হলে তাঁর চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে আসার আগেই ওই এএসআই মোটরসাইকেল নিয়ে সটকে পড়েন। এ সময় স্থানীয় লোকজন ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখেন।
খবর পেয়ে ঝালকাঠির সহকারী পুলিশ সুপার মাহামুদ হাসান ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন। পরে সড়ক অবরোধ তুলে নেয় এলাকাবাসী। গুরুতর অবস্থায় খলিলুর রহমানকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আহত অটোবাইকচালক খলিলুর রহমান নলছিটি উপজেলার ডুবিল গ্রামের মৃত জয়নাল খলিফার ছেলে।
ঝালকাঠির সহকারী পুলিশ সুপার মাহামুদ হাসান জানান, আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিস্তারিত জানার পরে দোষী হলে ওই এএসআইর বিরুদ্ধে ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।