নির্বাচনী সহিংসতার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের জের ধরে বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার রাঘদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের ওপর দাঁড়িয়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে এলাকার শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজি আবদুল আলী ফকির, হান্নান ফকির প্রমুখ। বক্তারা হামলা, ভাঙচুরের ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
অভিযোগ রয়েছে, গত ৮ মে রাঘদী ইউনিয়নে নির্বাচনী সহিংসতার জের ধরে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর হোসেনের সমর্থকরা আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী সাইদুর রহমান টুটুলের সমর্থকদের ওপর হামলা চালায়। এ সময় ১৫ জন আহত হয়। হামলাকারীরা ৩০টি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালায়।