আম পাড়তে গিয়ে বিএসএফের গুলিতে কিশোর নিহত

ছবি : এনটিভি
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে জীবননগরের নতুনপাড়া সীমান্তের কাছে এই ঘটনা ঘটে।
গুলিতে নিহত কিশোরের নাম শিহাবউদ্দিন সজল (১৬)।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আমির মজিদ সাংবাদিকদের জানান, আজ সকালে সীমান্তের ৬৬ নম্বর মেইন পিলারের কাছে একটি গাছ থেকে আম পাড়তে যায় শিহাব। এ সময় ১১৩ বিএসএফের সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। গুলি এসে তার পেটে লাগে। পরে স্থানীয় লোকজন শিহাবকে দ্রুত উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ব্যাটালিয়ন কমান্ডার আরো জানান, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর দাবি, শিহাব ভারত সীমান্তের ৫০ মিটার ভেতরে প্রবেশ করায় গুলি করা হয়েছে।