বিড়ির ওপর অতিরিক্ত শুল্ক প্রত্যাহারের দাবি
যশোরে বিড়ি শ্রমিকদের মানববন্ধন

যশোর প্রেসক্লাবের সামনে আজ শনিবার মানববন্ধন করেন বিড়ি শ্রমিকরা। ছবি : এনটিভি
বিড়িশিল্পের ওপর থেকে অতিরিক্ত শুল্ক প্রত্যাহারের দাবিতে আজ শনিবার দুপুরে যশোরে মানববন্ধন করেছেন কয়েকশ বিড়ি শ্রমিক।
আজ বেলা ১২টায় যশোর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য দেন বিড়ি শ্রমিক ইউনিয়নের যশোর জেলা শাখার সভাপতি বজলুর রহমান।
বজলুর রহমান বলেন, বিদেশি নামি-দামি সিগারেটের সঙ্গে দেশে উৎপাদিত বিড়ির সমান শুল্ক ধরা হচ্ছে। এভাবে শুল্কারোপ করায় দেশীয় এ শিল্প হুমকির মুখে পড়েছে। এভাবে শুল্ক আদায় করা হলে বিড়িশিল্পে কর্মরত হাজার হাজার শ্রমিক বেকার হয়ে পড়বে। শ্রমিকদের কথা মাথায় রেখে দেশে উৎপাদিত বিড়ি থেকে অতিরিক্ত শুল্ক প্রত্যাহারের দাবি জানান তিনি।