মাগুরায় আ. লীগের সংঘর্ষে আহত কিশোরের মৃত্যু

মাগুরায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত আল-আমিন ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
নিহত আল-আমিন সদর উপজেলার মগি ইউনিয়নের দক্ষিণ নোয়াপাড়া গ্রামের ইউনুস আলীর ছেলে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজমল হুদা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় মগি ইউনিয়নের রাজিবের পাড়া গ্রামে বর্তমান চেয়ারম্যান আবদুল হাই ও সাবেক চেয়ারম্যান আবদুল লতিফের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে আল-আমিন (১৪) ও ওহিদ (৩২) আহত হন। আল-আমিনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য প্রথমে ফরিদপুর, পরে ঢাকায় পাঠানো হয়। আজ শনিবার বেলা ৩টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।