অভয়নগরে আম পাড়া নিয়ে কৃষককে হত্যা

যশোরের অভয়নগর উপজেলায় গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে কামাল হোসেন মোল্লা (৩৮) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা ও স্ত্রী আহত হয়েছেন। তাঁদের অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে অভয়নগরের পুড়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, দীর্ঘদিন ধরে বাড়ির পাশের একখণ্ড জমি নিয়ে কামালের সঙ্গে তাঁর বড় ভাই শাজাহান আলী মোল্লার বিরোধ চলে আসছিল। জমিটিতে কয়েকটি আমগাছ আছে। দুপুরে শাজাহান আলী মোল্লা, তাঁর দুই ছেলে খলিল ও শামীম এবং দুই ভাগ্নে হবিবর সরকার ও নিজাম সরকার ওই জমিতে আম পাড়তে যান। এ সময় কামাল, তাঁর বাবা আবদুল মালেক ও স্ত্রী রাজিয়া বেগম বাধা দেন। উভয় পক্ষের মধ্যে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে কামাল, তাঁর বাবা ও স্ত্রীর ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় প্রতিপক্ষরা। গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে বেলা ১টার দিকে সেখানে মারা যান কামাল।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসির উদ্দীন বলেন, ঘটনার পর থেকে শাজাহান, তাঁর ছেলে ও ভাগ্নেরা পলাতক। তাঁদের আটক করার চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।