ভাড়া বেশি নিলে ব্যবস্থা : ওবায়দুল কাদের
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/05/15/photo-1463300663.jpg)
তেলের দাম কমানোর পরিপ্রেক্ষিতে সরকারি নির্দেশনা অনুযায়ী আজ রোববার থেকে কমছে যানবাহনের ভাড়া। তবু কেউ যদি বেশি ভাড়া আদায় করে, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ রোববার সকালে নরসিংদীর পাঁচদোনায় ঢাকা-সিলেট মহাসড়কের উন্নয়নকাজ পরিদর্শনের সময় এসব কথা বলেন মন্ত্রী।
ওবায়দুল কাদের বলেন, আজ থেকে প্রতি কিলোমিটারে তিন পয়সা করে ভাড়া কমেছে। সকাল থেকেই মন্ত্রণালয়ের মনিটরিং টিম বাসভাড়া পর্যবেক্ষণ করছে। যদি কেউ এই নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা নেয়, তাহলে সুনির্দিষ্ট অভিযোগ পেলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
শ্রমিক-মালিকদের প্রতিনিধিদের নিয়ে ভাড়া নির্ধারণ করা হয়েছে, তাই তারা এসব সিদ্ধান্ত মেনে চলবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।
এ সময় সড়ক ও জনপথ অধিদপ্তরের ঢাকা জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, নরসিংদীর নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসেনসহ অধিদপ্তরের কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।