বিএনপি নেতাকে দেখামাত্র গ্রেপ্তারের নির্দেশ

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে দেশ নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর দেশ ত্যাগে নিষেধাঞ্জা জারি করেছে পুলিশ। একই সঙ্গে দেখামাত্র তাঁকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে।
আজ রোববার সকালে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সিএমপি কমিশনার মো. ইকবাল বাহার এসব বলেন।
এ সময় সিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ) দেবদাস ভট্টচার্য, উপকমিশনার মাসুদ আহমেদসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মো. ইকবাল বাহার বলেন, কিছু জিনিস আছে বলা যায় না। তবে বিএনপি নেতা আসলাম চৌধুরীর বিরুদ্ধে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তাঁকে ধরতে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান শুরু হয়েছে। তাঁকে যখনই পাবে তখনই পুলিশ গ্রেপ্তার করবে।
এ ছাড়া সিএমপি কমিশনার বলেন, নগরীর অপর্যাপ্ত সড়কে প্রায় তিন লাখ যানবাহন চলাচল করছে। একই সড়কে আযান্ত্রিক যান চলাচল, অপর্যাপ্ত পার্কিং গণপরিবহনের অভাব, ট্রাফিক আইন মেনে না চলায় যানজট বাড়ছে। ফুটপাত বেদখল, সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি না করা, যত্রতত্র গাড়ি পার্কিং বন্ধে পুলিশের অভিযান শুরুর কথা জানান তিনি।
বিভিন্ন যানবাহনে পুলিশ, সাংবাদিক, চিকিৎসক ও আইনজীবীদের নামে স্টিকার ব্যবহান না করার নির্দেশ দেন ইকবাল বাহার। এ ছাড়া হাইড্রোলিক হর্ন, হুটার ও বিকন লাইট, পুলিশের ব্যক্তিগত গাড়িতে স্টিকার,যানবাহনে অসচ্ছ পেপার ব্যবহার করলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান সিএমপি কমিশনার।
আগামী ৩১ আগস্টের মধ্যে নগরীতে অবস্থানরত দেশি-বিদেশি নাগরিকসহ বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের বিভিন্ন তথ্য দিতে পুলিশকে সহায়তা করার আহ্বান জানান কমিশনার। এ ছাড়া পুলিশের সেবা জনগণের কাছে পৌঁছে দিতে কমিউনিটি পুলিশিং ব্যবস্থার পাশাপাশি বিট পুলিশিং কার্যক্রম শুরু করার কথা জানান সিএমপি কমিশনার। প্রতিটি থানায় পাঁচটি বিট পুলিশ গঠন করে নগরীতে ১৪৫টি বিট পুলিশের মাধ্যমে পুলিশের কার্যক্রমে সচ্ছতা ও গতিশীলতা আনা হবে বলে জানানো হয়। এ ছাড়া নগরীর ১৬টি থানার কার্যক্রম সিসি ক্যামেরার মাধ্যমে সিএমপির মনিটরিং ব্যবস্থা ও একটি মিডিয়া সেন্টারের উদ্বোধন করেন সিএমপি কমিশনার।
পরে নগরীর বিভিন্ন থানায় স্থাপন করা সিসিটিভির কার্যক্রম পরিদর্শন এবং মিডিয়া সেন্টারের উদ্বোধন করেন সিএমপি কমিশনার।