কাঁঠালিয়ায় দলিল লেখকদের কলমবিরতি

ঝালকাঠির কাঁঠালিয়ায় চার দলিল লেখকের সাময়িক বরখাস্তের আদেশ বাতিলের দাবিতে এক সপ্তাহ ধরে উপজেলা দলিল লেখক সমিতির ডাকে কলম বিরতি চলছে। আজ রোববারও তারা কোনো কাজ না করায় এক সপ্তাহ ধরে ভোগান্তির শিকার হচ্ছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
জানা যায়, দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন মল্লিকসহ সমিতির চার লেখককে জেলা রেজিস্ট্রার ও কাঁঠালিয়া উপজেলা সাবরেজিস্ট্রার মিলে সাময়িক বরখাস্ত করেন। এর প্রতিবাদে গত সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য কলম বিরতির ঘোষণা দেয় উপজেলা দলিল লেখক সমিতি।