ঝালকাঠিতে নিখোঁজের ৩ দিন পর জেলের লাশ উদ্ধার

ছবি : এনটিভি
ঝালকাঠির কাঁঠালিয়ায় বজ্রপাতে আহত হয়ে নদীতে পড়ে নিখোঁজ হওয়ার তিনদিন পর জেলে ইব্রাহিম সরদারের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় বিষখালী নদীর ছৈলার চর এলাকা থেকে জেলেরা এ লাশ উদ্ধার করে।
কাঁঠালিয়ার আমুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম ফোরকান সিকদার জানান, অর্ধগলিত অবস্থায় ছৈলার চরে লাশটি দেখে স্থানীয় জেলেরা ইউনিয়ন পরিষদে খবর পাঠায়। ঘটনাস্থলে গিয়ে স্বজনরা ইব্রাহিমের মৃতদেহ শনাক্ত করে।
গত বৃহস্পতিবার বিকেলে বিষখালী নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে আহত হয়ে নৌকা থেকে নদী পড়ে যান ইব্রাহিম সরদার। নিহত ইব্রাহিম সরদার আমুয়া সরদারপাড়ার আশরাফ সরদারের ছেলে।