নাশকতার মামলা
এম কে আনোয়ারের জামিনের মেয়াদ বাড়ল

নাশকতার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। এনটিভির পুরোনো ছবি
রাজধানীর মতিঝিল থানায় করা নাশকতার একটি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।
আজ সোমবার সকালে ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেনের আদালতে এম কে আনোয়ার হাজির হয়ে আইনজীবী সানাউল্লাহ মিয়ার মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাঁর জামিন মঞ্জুর করেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে বিএনপির ডাকা হরতাল-অবরোধ চলাকালে মতিঝিল থানাধীন এলাকায় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে অজ্ঞাত আসামিসহ এম কে আনোয়ারের বিরুদ্ধে নাশকতার একটি মামলা দায়ের করে পুলিশ।
মতিঝিল থানা পুলিশের মামলা দায়েরের পর এম কে আনোয়ার হাইকোর্ট থেকে আগাম জামিন নেন। এ জামিনের মেয়াদ আজ শেষ হওয়ায় তিনি নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন বলে আদালত সূত্রে জানা যায়।