ঝালকাঠিতে টেম্পো উল্টে খালে, শিশু নিহত

ঝালকাঠির কাঁঠালিয়ায় যাত্রীবাহী টেম্পো উল্টে খালে পড়ে কুলসুম আক্তার নামে দুই বছর বয়সের এক শিশু নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন অন্তত ১০ যাত্রী।
আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে রাজাপুর-কাঁঠালিয়া সড়কের সাতানি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কুলসুম কাঁঠালিয়া উপজেলার পূর্ব ছিটকির গুচ্ছগ্রামের গার্মেন্টসকর্মী আলম হোসেনের মেয়ে।
কাঁঠালিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সালাম জানান, সকালে রাজাপুর থেকে কাঁঠালিয়া যাওয়ার পথে ১৫ জন যাত্রী নিয়ে টেম্পোটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের সাতানি খালে পড়ে পানিতে ডুবে যায়। এ সময় দুই বছর বয়সী শিশু কুলসুম আক্তার পানিতে ডুবে নিখোঁজ হয় এবং আরো ১০ জন আহত হন। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আহত ব্যক্তিদেরও একই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পরে আজ দুপুরে স্থানীয় ফায়ার সার্ভিস কর্মী ও এলাকাবাসী ডুবে যাওয়া টেম্পোটি উদ্ধার করে বলেও জানান ওসি।
ওসি আবদুস সালাম আরো জানান, নিহত শিশুটিকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় কাঁঠালিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।