মাগুরায় পেট্রল বোমা হামলা, ছাত্রদল নেতা কারাগারে

মাগুরার মঘীর ঢালে পেট্রল বোমায় পাঁচ শ্রমিক হত্যা মামলায় অভিযোগপত্রভুক্ত আসামি ছাত্রদল নেতা ফিরোজ আহমেদ আত্মসমর্পণ করেছেন। আজ সোমবার ফিরোজ আহমেদ আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।
মাগুরা জেলা ও দায়রা জজ বেগম মাহফুজা বেগম জামিন আবেদন নামঞ্জুর করে ফিরোজকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
ফিরোজ আহমেদ কেন্দ্রীয় ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক ও মাগুরা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক। তিনি মামলার পাঁচ নম্বর আসামি।
গত বছরের ২১ মার্চ রাতে ২০ দলীয় জোটের অবরোধ চলার সময়ে মাগুরা-যশোর সড়কের মঘীর ঢাল এলাকায় একটি বালুর ট্রাকে দুর্বৃত্তদের ছোড়া পেট্রল বোমায় নয়জন শ্রমিক দগ্ধ হন। তাঁদের মধ্যে পাঁচজন শ্রমিক মারা যান।
এ ঘটনায় পুলিশ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমেদ, সহসভাপতি মনোয়ার হোসেন খানসহ বিএনপি ও জামায়াতে ইসলামীর ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মাগুরা সদর থানায় মামলা করে। তদন্ত শেষে এজাহারভুক্ত সাতজনকে অব্যাহতি দিয়ে এবং কেন্দ্রীয় ছাত্রদলের বর্তমান সভাপতি, সাধারণ সম্পাদককে অন্তর্ভুক্ত করে ২৩ জনের বিরুদ্ধে পুলিশ গত ১৮ আগস্ট অভিযোগপত্র দাখিল করে।
এ মামলায় বর্তমানে ১২ জন আসামি জেলহাজতে এবং বাকি আসামিরা পলাতক।