মোসাদের সঙ্গে বৈঠক রাজনীতির চরম দেউলিয়াপনা : সেতুমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে বৈঠক করা রাজনীতির চরম দেউলিয়াপনা। এই ধরনের কর্মকাণ্ড যারা করে, দেশের প্রতি তাদের কোনো দরদ নেই।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার পদুয়ার বাজার রেলওয়ে ওভারপাসের দুই লেন উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি বাংলাদেশে একটা বড় দল। তারা গত সাত-আট বছরে প্রমাণ করেছে, তারা নির্বাচনেও ভুল করল। নির্বাচন থেকে তারা সরে দাঁড়াল। তাদের যেটা স্বপ্ন ছিল, আন্দোলন করে সরকার হটানো। কিন্তু সাত-আট বছরে প্রমাণিত হলো যে আন্দোলন করে সরকার হটানোর সক্ষমতা তাদের নেই। আজকে আমাদের নেত্রীর ৩৫তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস। আমাকে আজকে বলতে হয়, শেখ হাসিনার রাজনৈতিক কৌশলের কাছে হেরে গিয়ে বিএনপি এখন সরকার উৎখাতে চোরাগোপ্তা কৌশল বেছে নিয়েছে।’
সেতুমন্ত্রী বলেন, দেশের বর্তমান রাজনীতিতে খোলা চোখে কোনো সংকট নেই। তবে পর্দার আড়ালে নানা খেলা চলছে।
ওবায়দুল কাদের বলেন, ‘আমরা একটা মুসলিম দেশ। একজন মুসলিম প্রধানমন্ত্রীকে ক্ষমতা থেকে সরানোর জন্য ইসরাইলের মতো, ইহুদি একটা দেশ, সেই দেশের ভয়ঙ্কর যে গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে বৈঠক করা, এটা রাজনীতির চরম দেউলিয়াপনা। এবং এই ধরনের কর্মকাণ্ড যারা করে, তাদের দেশের প্রতি কোনো দরদ আছে কি না, তাদের দেশপ্রেমটাই এখানে প্রশ্নবিদ্ধ।’