‘সারা দিন একসাথে খাওয়া-দাওয়া, সন্ধ্যায় গুলি করে হত্যা’
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/03/30/photo-1427665954.jpg)
যশোরের মনিরামপুর উপজেলায় মনোয়ার হোসেন নামের এক রাজমিস্ত্রিকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। মনোয়ার হোসেন উপজেলার বাগডাঙ্গা গ্রামের মৃত বুলবুল হোসেনের ছেলে। আজ রোববার সন্ধ্যায় বাগডাঙ্গা বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা মনোয়ার হোসেনকে আওয়ামী লীগের কর্মী বলে দাবি করলেও মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খবিরউদ্দিন এনটিভি অনলাইনকে বলেন, ‘মনোয়ার রাজনীতির সঙ্গে তেমন একটা সম্পৃক্ত ছিলেন না। নিজেদের মধ্যেই ঘটনা ঘটেছে। যারা গুলি করেছে বলে শোনা যাচ্ছে, মনোয়ার তাদের সাথেই সারা দিন ছিল, একসাথে খাওয়া-দাওয়াও করেছে।’
এলাকাবাসী জানান, মনোয়ার সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে বাগডাঙ্গা বাজারে একটি দোকানে বসে চা পান করছিলেন। এ সময় কয়েকজন সেখানে গিয়ে তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। মনোয়ারের পেটে গুলিবিদ্ধ হন।
স্থানীয়রা তাঁকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার সাঈদ সিদ্দিকী তাঁকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে মৃত্যুর আগে মনোয়ার সাংবাদিকদের জানান, হাসানুর ও লাল্টুসহ কয়েকজন গিয়ে তাঁকে গুলি করে এবং পকেটে থাকা টাকা-পয়সা নিয়ে যায়।