এসএসসির সংশোধিত ফলে জিপিএ-৫ পেল ১,১১৫ জন

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সংশোধিত ফলাফলে ১৪ হাজার ১৫৮ জন শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে। এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণার এক সপ্তাহ পর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এ ফলাফল সংশোধন করে তা প্রকাশ করে চট্টগ্রাম শিক্ষা বোর্ড।
আজ বুধবার দুপুরে শিক্ষা বোর্ডের ওয়েব সাইট থেকে ফলাফলে জানা যায়,সংশোধিত ফলাফলে গোল্ডেন জিপিএ ৫ পেয়েছে এক হাজার ১১৫ জন। নতুন করে উত্তীর্ণ হয়েছে তিন শিক্ষার্থী।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাহাবুব হাসান জানান, গত ১১ মে এসএসসি পরীক্ষার সংশোধিত ফলাফল প্রকাশ করা হয়েছে। তবে এটি পুনঃপরীক্ষণের ফল নয়।পুনঃপরীক্ষণের জন্য আবেদনকারীদের ফলাফল ৮ জুন প্রকাশ করা হবে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ড জানায়, গণিত বিষয়ে এবার পরীক্ষা দেয় এক লাখ নয় হাজার ১০৯ জন শিক্ষার্থীর উত্তরপত্র মূল্যায়ন করা হয়েছে। এতে ১৪ হাজার ১৫৮ জন শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়। সংশোধিত ফলাফলে তাদের গ্রেড পরিবর্তন হয়।
ফলাফলে ত্রুটির বিষয়ে শিক্ষা বোর্ডের এক কর্মকর্তা জানান, প্রশ্নপ্রত্র ছাপার সময় বিজি প্রেসে ভুলটা হয়েছে। গণিতের গ ও ঘ সেটের বাংলা ও ইংরেজি প্রশ্নপ্রত্রের ভুলের কারণে এবার সমস্যাটা হয়েছে।
এদিকে, পরীক্ষার খাতা মূল্যায়নের দাবিতে আন্দোলন করা চট্টগ্রামের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা সংশোধিত ফলাফলে খুশি হয়েছে।
ইস্পাহানী কলেজের শিক্ষার্থী মাহির আবরার এনটিভি অনলাইনকে জানায়, গণিত বাদে তার সব বিষয়ে এ প্লাস ছিল। তার হিসেবে গণিতে ভুল হওয়ার কোনো কারণ ছিল না। শিক্ষক-মা-বাবাকে বোঝাতে সক্ষম হওয়ায় তাঁরা উৎসাহ জুগিয়েছেন বেশি। সে বলেন, ‘তবে আন্দোলন করে বোর্ডের ভুলটা তাদের দেখিয়ে দিতে পেরেছি এতে আনন্দ লাগছে বেশি।’