মাগুরায় সাবেক মাদক ব্যবসায়ীকে পুলিশের রিকশা উপহার

সাবেক মাদক ব্যবসায়ী রাশেদ মোল্লাকে মাগুরা পুলিশ সুপারের পক্ষ থেকে ৪০ হাজার টাকা মূল্যের ব্যাটারিচালিত একটি রিকশা, লুঙ্গি ও স্ত্রীর জন্য শাড়ি উপহার দেওয়া হয়েছে।
বুধবার বিকেলে মাগুরা শহরের নিজনান্দুয়ালী স্কুল মাঠে মাদক বিরোধী সমাবেশে এলাকার মাদক বিক্রেতা রাশেদ মোল্লাকে (৩৫) স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গীকারে পুলিশের পক্ষ থেকে রিকশা পুরস্কার দেওয়া হয়।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সাকিবুল হাসান তুহিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন মাগুরা পুলিশ সুপার এ কে এম এহসান উল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্য দেন পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পংকজ কুন্ডু, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা, মহিলা কাউন্সিলর সাবানা খাতুন।
সমাবেশে পুলিশের পক্ষ থেকে মাদকসেবী ও বিক্রেতাদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান এবং সহযোগিতার আশ্বাস দেন।