দুই বছরের সাজা এড়াতে ২৫ বছর পলাতক

পুলিশ ও কারাগারে তাঁর ভীষণ ভয়। তাই দুই বছরের সাজা এড়াতে স্বজন ছেড়ে ২৫ বছর পালিয়ে বেড়িয়েছেন শামছুল হক (৭০)। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি তাঁর। গতকাল বুধবার বিকেলে শেরপুরের ঝিনাইগাতী থানা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া এলাকার শাহ সেকান্দার আলীর মাজার থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
রাজশাহী জেলার গোড়াগাড়ীর ফরহাদপুরের মৃত খলিলুর রহমানের ছেলে শামছুল হক। ১৯৯০ সালের মে মাসে তাঁর বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা হয়। তাঁর অনুপস্থিতিতেই ১৯৯৫ সালে আদালত তাঁকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা করেন। মামলার পর থেকেই ফেরার ছিলেন শামছুল। কারাগার ও পুলিশকে তাঁর ভীষণ ভয় ছিল। সে ভয়েই ফেরার হয়ে তিনি দেশের বিভিন্ন মাজারে মাজারে ঘুরে বেড়িয়েছেন। গত চার মাস ছিলেন শেরপুরের ঝিনাইগাতী উপজেলার রাংটিয়ার সেকান্দার শাহর মাজারে। গ্রেপ্তার হওয়ার পর আলাপচারিতায় এমনটাই বললেন বৃদ্ধ শামছুল হক।
ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, শামছুল হকের চালচলনে সন্দেহ হওয়ায় তার ওপর নজর রাখা হচ্ছিল। খোঁজখবর নিয়ে নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে। ওসি আরো বলেন, ‘এ ব্যাপারে গোদাগাড়ী থানার ওসি এস এম আবু ফরহাদের সঙ্গে কথা হয়েছে।’