চাকরি দেওয়ার নাম করে টাকা আদায়, তিন যুবক গ্রেপ্তার

সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার সময় মেহেরপুরে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় মুজিবনগর উপজেলার আনন্দবাস এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিন যুবক হলেন—কুষ্টিয়ার মিরপুর উপজেলার ক্ষিদিরামপুর গ্রামের ফিরোজ হোসেন (২২) ও একই উপজেলার আমলা সদরপুর গ্রামের আতাহার আলী (২৪) এবং চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কেদারনগর গ্রামের আনারুল ইসলাম (২৫)।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন জানান, আনন্দবাস গ্রামের আহম্মদ আলীর ছেলে সোহেল রানা ও একই গ্রামের ইব্রাহিম মোল্লার ছেলে মিলন হোসেনকে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে মোটা অঙ্কের টাকা দাবি করেন তিন যুবক। এ বিষয়ে তাঁদের মধ্যে মৌখিক চুক্তি হয়। পরে ভুয়া নিয়োগপত্র নিয়ে সন্ধ্যায় তাঁরা সোহেল ও মিলনের বাড়িতে গেলে গ্রামবাসী তাঁদের আটক করে। পরে তারা ওই তিন যুবককে পুলিশের হাতে তুলে দেয়।
ওসি আরো জানান, পরে প্রতারণার অভিযোগে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে যুবকদের নামে মামলা করা হয়েছে। ওই মামলার আসামি হিসেবে আজ সকালে তিন যুবককে আদালতে সোপর্দ করা হয়েছে।