নিখোঁজের চারদিন পর মিলল দুই শিক্ষার্থীর লাশ
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় নিখোঁজের চারদিন পর দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় উপজেলার জোড়খালী ইউনিয়নের কুকুরমারী এলাকার একটি পাটক্ষেত থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
এরা হচ্ছে মির্জা আজম কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী আদারভিটা ইউনিয়নের গজারিয়া গ্রামের আব্দুস সালাম দফাদারের ছেলে মহর আলী(১৯) এবং একই গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে পলিশা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র স্বপন (১৬)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রামপদ মণ্ডল জানিয়েছেন, উদ্ধার হওয়া দুটি লাশই বিকৃত ও এসিডদগ্ধ। স্বপনের পা ভাঙ্গা ছিল। লাশ দুটি ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ আরো জানায়, মহর ও স্বপনকে গত সোমবার গান শুনার কথা বলে কে বা কারা ডেকে নিয়ে যায়। এরপর থেকে তারা নিখোঁজ ছিল। অনেক খুঁজাখুঁজি করেও তাদের পাওয়া যায়নি।
পরে বুধবার আব্দুস সালাম বাদী হয়ে ছেলে মোহর ও নাতি স্বপনের নিখোঁজের বিষয়ে মাদারগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
আজ সন্ধ্যায় বাড়ি থেকে ১০ কিলোমিটার দূরের জোড়খালী ইউনিয়নের কুকুরমারী গ্রামের বালু ফকিরের পাটক্ষেতে দুটি লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।