মেঘনায় কার্গো জাহাজডুবি, নিখোঁজ ৪

ঝড়ের কারণে মেঘনায় বালুবাহী দুটি কার্গো জাহাজ ডুবে গেছে। ছবি : সংগৃহীত
ভোলার ইলিশা এলাকায় মেঘনা নদীতে বালুভর্তি দুটি কার্গো জাহাজ ডুবে গেছে। এতে চারজন নিখোঁজ হয়েছেন।
ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে মেঘনা নদীতে প্রবল ঢেউয়ের কারণে আজ শনিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির বলেন, সকাল সাড়ে ৯টায় কার্গো দুটি ডোবার ঘটনা ঘটে। নিখোঁজ চারজনকে উদ্ধারের চেষ্টা চলছে।
ঘূণিঝড় রোয়ানুর প্রভাবে গতকাল শুক্রবার রাত থেকে দেশের উপকূলীয় অঞ্চলে প্রবল ঝড় বৃষ্টি হচ্ছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ঝড়ের কারণে পাঁচজন নিহত হয়েছেন। ঘূর্ণিঝড়ে উপকূলীয় বিভিন্ন জেলায় শতাধিক ঘরবাড়ি ধ্বংস হয়েছে। ঝড়ের কারণে বিদ্যুৎহীন হয়ে পড়েছে অনেক উপকূলীয় এলাকা। আর টানা বৃষ্টি ও প্রবল বাতাসের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।