বৃষ্টিতে ভূমিধস, সীতাকুণ্ডে মা-ছেলে নিহত

ইউএনবি'র পুরোনো ছবি
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বৃষ্টিতে সৃষ্ট ভূমিধসে এক গৃহবধূ ও তাঁর ছেলে নিহত হয়েছেন।
আজ শনিবার সকালে উপজেলার জঙ্গল ছলিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন কাজল বেগম (৪৫) ও তাঁর ছেলে বেলাল হোসেন (১০)।
ছলিমপুর উপজেলার চেয়ারম্যান সালাহউদ্দিন আজিজ বার্তা সংস্থা ইউএনবিকে জানান, ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে ঝড়বৃষ্টির সময় আজ সকালে কাদামাটির বড় একটি খণ্ড কাজল বেগমের বাড়ির খড়ের চালের ওপর পড়ে। এ সময় ছাদ ধসে পড়লে চাপা পড়ে মারা যান কাজল বেগম ও তাঁর ছেলে বেলাল।
নিহত কাজল বেগমের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায় হলেও দীর্ঘদিন ধরেই তিনি জঙ্গল ছলিমপুর এলাকায় বাস করছিলেন বলে জানান উপজেলা চেয়ারম্যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত দুজনের লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।