ঘূর্ণিঝড় ‘রোয়ানু’ : বাঁশখালীতে জলোচ্ছ্বাসে ছয়জনের মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার উপকূলে ঘূর্ণিঝড় ‘রোয়ানু’র আঘাতে ছয়জন মারা গেছে। এ ছাড়া শহরের শোলক গহর এলাকায় পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ শনিবার বিকেলে চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসক জানান, বিকেলে উপজেলার খানখানাবাদ ইউনিয়নের বেড়িবাঁধ ভেঙে প্রবল জলোচ্ছ্বাসে ছয়জনের মৃত্যু হয়েছে।
এর আগে সকালে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় দুজনের মৃত্যু হয়। এ ছাড়া দেশের উপকূলীয় পাঁচ জেলায় এরই মধ্যে আরো আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
এ নিয়ে মোট নিহতের সংখ্যা দাঁড়াল ১৭ জনে।
ঘূর্ণিঝড় ‘রোয়ানু’ বিকেলের দিকে উপকূলীয় অঞ্চলে আঘাত হানে।