সরিষাবাড়ীতে আ.লীগের বিদ্রোহী প্রার্থীর মানববন্ধনে হামলা
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর মানববন্ধনে হামলা চালিয়েছে দলীয় প্রার্থীর লোকজন।
আজ শনিবার দুপুর ১২টার দিকে ডোয়াইল বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ডোয়াইল বাজার এলাকায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবুল কালাম আজাদের উদ্যোগে প্রায় দেড় হাজার নারী-পুরুষের একটি মানববন্ধনের প্রস্তুতি চলাকালে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে বিদ্রোহী প্রার্থীর কর্মীদের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে পুলিশ মানববন্ধনে লাঠিপেটা শুরু করলে আওয়ামী লীগ প্রার্থী নাছির উদ্দিন রতনের কর্মীরাও মানববন্ধনে লাঠিসোটা নিয়ে বেধড়ক পেটাতে থাকে। এতে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদসহ কমপক্ষে ২৫ জন আহত হন। পরে পুলিশ শটগানের ছয় রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিল্লাল উদ্দিন জানান, দুই চেয়ারম্যান প্রার্থীর লোকজন মুখোমুখি অবস্থান নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ছোড়া হয়েছে। লাঠিপেটার কথা অস্বীকার করেন তিনি।