গুপেন সরেনের খুনিদের বিচারের দাবিতে দিনাজপুরে মানববন্ধন

গুপেন সরেন হত্যাকারীদের গ্রেপ্তারের আজ দিনাজপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে আদিবাসী ছাত্র পরিষদ। ছবি : এনটিভি
আদিবাসী গুপেন সরেনের খুনিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে দিনাজপুরে মানববন্ধন করেছে আদিবাসী ছাত্রপরিষদ। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
গত বছর ২৫ মার্চ আদিবাসী দিনমজুর গুপেন সরেনকে হত্যা করে দুর্বৃত্তরা।
আজ প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন আদিবাসী ছাত্র পরিষদের সভাপতি সোহেল পিওর মুরমু, সাধারণ সম্পাদক লাবু বেসরা, সাংস্কৃতিক কর্মী মইনউদ্দিন চিশতিসহ ছাত্র পরিষদের নেতারা। মানববন্ধনে বক্তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।