ঝালকাঠিতে ২০ গ্রামের মানুষ পানিবন্দি

ঘূর্ণিঝড় ‘রোয়ানু’ প্রভাবে ঝালকাঠির কাঁঠালিয়ার বিষখালী নদী তীরবর্তী বেড়িবাঁধের ৩০০ মিটার এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি উঠে তলিয়ে গেছে ফসলি জমি ও বসতঘর।
রোয়ানু চলে যাওয়ার দুইদিন পেরিয়ে গেলেও জেলার নিম্মাঞ্চলের ২০টি গ্রামের দুই শতাধিক মানুষ এখনো পানিবন্দি হয়ে আছে। ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ পৌঁছেনি বলে অভিযোগ করেছে স্থানীয়রা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, অস্বাভাবিক পানি বৃদ্ধির ফলে ডুবে থাকা উঠতি বোরো ও আউশ ধানের আবাদ এবং তিলসহ বিভিন্ন সবজির ব্যাপক ক্ষতি হতে পারে। ভাঙা বাঁধ মেরামত করা না হলে যেকোনো দুর্যোগে পানি উঠে ফসলের আরো ক্ষতি হতে পারে বলেও সতর্ক করেছে অধিদপ্তর।
কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. শরীফ মুহম্মদ ফয়েজুল আলম বলেন, ঘূর্ণিঝড় রোয়ানু মোকাবিলায় প্রশাসনের আগাম প্রস্তুতি ছিল। সে কারণে এই অঞ্চলে কোনো প্রাণহানীর ঘটনা ঘটেনি। তবে বিষখালী নদীর তীরবর্তী ৩০০ মিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। যার ফলে পানি প্রবেশ করে পাঁচটি ইউনিয়নের ফসল ও অর্ধশতাধিক ঘরবাড়ি তলিয়ে গেছে। ঊর্ধ্বতন কর্মকর্তার মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে বেড়িবাঁধ নির্মাণের জন্য আবেদন করা হবে বলে জানান তিনি। এ ছাড়া ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ সাহায্য শিগগিরই পাওয়া যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।